ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুরে ‘৯৯৯’ থেকে খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
কমলাপুরে ‘৯৯৯’ থেকে খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার ফাইল ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুরে বস্তি ঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আ. রহমান (৭০) বলে জানা গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, দক্ষিণ কমলাপুর রুপালি ক্লাব সংলগ্ন বস্তির একটি টিনশেড ঘরে একাই থাকতেন ওই বৃদ্ধ। এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। সকালে আশপাশের ঘরের লোকজন তাকে অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনের মাধ্যমে থানায় খবর দেন।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, স্থানীয়রা তার নাম আ. রহমান বলে জানতেন। এর চেয়ে বেশি কিছু কেউ জানতে চাইলেও তিনি বলতেন না।

তিনি আরও জানান. মরদেহের নাখ-মুখে রক্ত লেগেছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।