ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে পাওয়ারলুম শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে পাওয়ারলুম শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওয়ারলুম ফ্যাক্টরির মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পাওয়ারলুম শ্রমিক মাহমুদুল হাসান (৩২)।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাহমুদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাদত আলীর ছেলে মাহমুদুল হাসান (৩২) পেশায় একজন তাঁতী। তিনি কাজ করতেন একই গ্রামের হাবিবুর রহমান হবির পাওয়ারলুম ফ্যাক্টরিতে। শুক্রবার দুপুরে ফ্যাক্টরিতে গিয়ে মাহমুদুল হাসান মেশিন পরিষ্কার করতে গেলে বিদ্যুতায়িত হন।   

এ সময় তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত ডাক্তার মাহমুদুল হাসানকে মৃত ঘোষনা করেন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, আমি শুনেছি তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।