ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতকড়া-ডাণ্ডাবেড়ি পরা পালানো সেই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
হাতকড়া-ডাণ্ডাবেড়ি পরা পালানো সেই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আড়াইহাজারে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় পলাতক আসামি শাহ আলমকে (৩২) অবশেষে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার (১২ আগস্ট) নরসিংদী জেলার বেলাব এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এর আগে বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পাঁচরুখী বাজার এলাকায় আসামি বহনকারী বাস যানজটে পড়লে পুলিশের হাত ফসকে পালান হাজতী শাহ আলম। এ সময় তাকে নরসিংদী থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ওই দিন রাতে নরসিংদী পুলিশ লাইনের নায়েক মো. মামুন শেখ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, পালিয়ে যাওয়ার পর পরই আসামি শাহ আলম তার আত্মীয়-স্বজনের সঙ্গে মোবাইলে কথা বলে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে থেকে তাকে গ্রেফতার করা হয় ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।