ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পণ্য বিক্রিতে কারসাজি, সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
পণ্য বিক্রিতে কারসাজি, সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ: বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রিতে কারসাজির অভিযোগে সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভা এলাকার বড় বাজার ও সদর উপজেলার শিয়ালকোল বাজারে অভিযান চালানো হয়।

নেতৃত্বে ছিলেন অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

বাংলানিউজকে মাহমুদ হাসান রনি জানান, সকাল থেকেই বড় বাজার ও বাজার স্টেশনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর অভিযান পরিচালনা করা হয়। বড় বাজারে ডাবল স্টিকার যুক্ত পোশাক বিক্রির করায় উৎসব কাপড়ের ঘরকে ১০ হাজার, মূল্য তালিকা বা ভাউচার সংরক্ষণ না করায় সাইদ ডিম ঘরকে ৫ হাজার, একই অভিযোগে ফারুক স্টোর ও চাচা-ভাতিজা সবজি ভাণ্ডারকে ৪ হাজার, চালের দাম বেশি রাখায় মিম চাল ঘরকে ৩ হাজার, নোংরা চিপ সংরক্ষণ করায় জয় স্টোরকে ২ হাজার এবং মূল্য তালিকা না থাকায় শিয়ালকোলের লোকমান পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিডকে ৫ হাজারসহ মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।