ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্ডার দুর্ঘটনা: নিহত রুবেলের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
গার্ডার দুর্ঘটনা: নিহত রুবেলের দাফন সম্পন্ন

মেহেরপুর: ঢাকার উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।  

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

এর আগে গতরাত দেড়টার দিকে নিহতদের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছায়। এসময় স্বজনসহ এলাকার শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারের সদস্যদের আহাজারি শুরু হয়।

জানা যায়, ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠান শেষে সোমবার (১৫ আগস্ট) বর-কনেসহ কয়েকজন আত্মীয় নিয়ে রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়া ফিরছিলেন। পথে গার্ডার দুর্ঘটনায় বর-কনে ভাগ্যক্রমে বেঁচে গেলেও গাড়িতে থাকা বাকি পাঁচজনই নিহত হন।  

বাংরাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।