ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাজেকে চান্দের গাড়ি উল্টে দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
সাজেকে চান্দের গাড়ি উল্টে দুইজন নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে চান্দের গাড়ি উল্টে (জিপ গাড়ি) কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) ও শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০) নিহত হয়েছেন।  

বুধবার (১৭ আগস্ট) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেকের নাঙ্গলমারা ২ নম্বর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাচালং বাজার থেকে কলা বোঝাই করে একটি চান্দের গাড়ি বাঘাইহাটে আসছিল। পথে নাঙ্গলমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাহাড়ি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।