ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আম্বিয়া খাতুন (৬৫) গাজীপুর সিটি করপোরেশনের মাড়িয়ালী এলাকার দুদু মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো। তিনি জানান, ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় শাক কুড়াতে যান বৃদ্ধা আম্বিয়া খাতুন। এক পর্যায়ে তিনি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। কিন্তু ট্রেন আসলেও বৃদ্ধা আম্বিয়া খাতুন রেললাইন থেকে সরেননি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০, আগস্ট ১৯, ২০২২
আরএস/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।