ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৮৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
৮৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ঝিনাইদহ: ৮৬৯ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে রোকন ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান।

তিনি জানান, সকালে দামুড়হুদা উপজেলার পাতিলা গ্রাম থেকে রোকন ইসলাম নামে ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক রোকন দামুড়হুদা থানার বাস্তপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ৮৬৯ বোতল ফেনসিডিলসহ রোকনকে আটক করা হয়। পরে তার নামে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।