ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি, ৩৭ বছর পর মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি, ৩৭ বছর পর মামলা

ঢাকা: জাল নিয়োগপত্র দাখিল করে প্রতারণার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকরিতে যোগ দেওয়ার ৩৭ বছর পর  শেখ বদিরুজ্জামান নামে একজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা জেলা প্রশাসকের সাবেক উচ্চমান সহকারী (বরখাস্তকৃত) শেখ বদিরুজ্জামান, অবৈধ ও ভুয়া/জাল নিয়োগপত্র জমা দিয়ে ১৯৮৫ সালের ২৮ অক্টোবর নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকরিতে যোগ দেন। এ কারণে ফৌজদারি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা তৎসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রোববার তার নামে একটি মামলা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনা (মহানগর)েএই মামলা করেছে। সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক মো. আল-আমীন বাদী হয়ে এই মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।