ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়ার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।

প্রথমে তিনি রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।  সেখানে তিনি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা উইংসের মহাপরিচালক মাঈনুল কবির, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুজ্জোহা, ইউএনএইচসিআরের
কক্সবাজার অফিস প্রধান ইটা স্যুটেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২২ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় আসেন তিনি। বিশ্লেষকরা বলছেন, তার এই সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গেল সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে এলেন।

হেজারের এই সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা।

তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ