ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মামার দোকানে পড়েছিল ভাগনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
মামার দোকানে পড়েছিল ভাগনের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুহিন-১৬ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার পিরোজপুর মোল্লা বাজারে অবস্থিত এনএইচ ট্রেডার্সের মালিক মো. নুরুল হুদা দোকানে এসে তার ভাগনে তুহিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

স্থানীয়রা জানান, তুহিনের জন্মের তিন দিনের মাথায় তার মায়ের মৃত্যু হয়। পরে মামা নুরুল হুদা তুহিনের দেখভালের দায়িত্ব নেন। তুহিনের বাবা মনির হোসেন, তার বাড়ি ওই ইউনিয়নের ঝাউচর গ্রামে। তুহিন তার মামার দোকানে রাতে থাকতেন।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে দোকানে থাকা অবস্থায় পাশের দোকানদার হিরাঝিল হোটেলের মালিক মোস্তফার ছেলে রনির (২৩) মাদকের চালান দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।  

এ ঘটনার পর থেকে মোস্তফা ও তার ছেলে রনি পলাতক আছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বোঝা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।