ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবৈধ দখলমুক্ত হচ্ছে সুনামগঞ্জের সড়ক-ফুটপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
অবৈধ দখলমুক্ত হচ্ছে সুনামগঞ্জের সড়ক-ফুটপাত

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।  

বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের দিরাই থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

 

সুনামগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সড়ক ও জনপথের আওতাধীন সুনামগঞ্জে সড়কের ফুটপাত দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে ওঠে। ফলে শহরে দেখা দেয় তীব্র যানজট। সেই যানজট নিরসনে সকাল থেকেই সুনামগঞ্জ-সিলেট-দিরাই রাস্তা থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করা হয়। দিরাইয়ের রাস্তা থেকে শুরু হওয়া অভিযানটি ধীরে ধীরে শহরের দিকে এসেছে।
 
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।

সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, যানজট নিরসনে মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান আগামীকালও চলবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।