ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে স্মারকলিপি

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তারা ধানমন্ডিতে বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন এবং বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন।

যুব প্রজন্মের পক্ষে তানভীর হোসেন এবং রেজওয়ানা বিন্দু এ সময় তাকে স্মরণ করিয়ে দেন যে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার উল্লেখ করে।  

চাকরি প্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু জানান, নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়ে পরবর্তীতে সরকার গঠনের পরও চার বছর হতে চললো। আবার করোনা সব বয়সী শিক্ষার্থীদের জীবন থেকে দুই বছর কেড়ে নিয়েছে। অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ এখন সময়ের দাবি।

স্মারকলিপি দেওয়ার পর এই দাবির বিষয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এমকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।