ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে সাড়ে ৮ লাখ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
সিলেটে সাড়ে ৮ লাখ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রী আটক

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি, এক লাখ ৬১ হাজার ৭৭০ টাকা ও ৩০টি চেক বই জব্দ করা হয়।

আটকরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) ও তার স্ত্রী সবিকুন নাহার (৩২) ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বাণিজ্য করে আসছিল। এ খবর জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, আটকরা জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামে বাসা ভাড়া করে থাকতেন। এখান থেকে তারা দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।