ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাপের ছোবল খেয়ে ওঝার কাছে, এরপর...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
সাপের ছোবল খেয়ে ওঝার কাছে, এরপর... ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ে সাপের ছোবলে আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জলিল ওই এলাকার মধু ফকিরের ছেলে।

রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সাপের ছোবলে মৃত্যুুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জলিল মাঠে লাউ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়ি গিয়ে হাঁটুতে শক্ত করে বাঁধেন। পরে স্থানীয় ওঝা দিয়ে সাপের বিষ নামানোর জন্য ঝাড়ফুঁঁক করতে থাকেন। এক পর্যায়ে তার পায়ের বাঁধন খুলে দিয়ে শরীরে বিষক্রিয়া শুরু হয়।

সবশেষে দুপুরে তাকে পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।