ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উদযাপন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উদযাপন কমিটি গঠন

ঢাকা: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ অক্টোবর মাসব্যাপী কর্মপরিকল্পনা করেছে।  

দিবসটি পালন ও মাসব্যাপী কর্মসূচি সফল করতে গত ২৬ আগস্ট নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি গঠন করা হয়।

 

উদযাপন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর যুগ্ম মহাসচিব লিটন এরশাদ।

সভায় উদযাপন কমিটির আহ্বায়ক লিটন এরশাদ ২৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।  

কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব লায়ন গণি মিয়া বাবুল ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

মনোনীত সদস্যরা হলেন- সৈয়দ এহসান-উল হক কামাল, বেলায়েত হোসেন খান নান্টু, কানিজ ফাতেমা মঞ্জুলি কাজী, জুনাইদুর রহমান মাহফুজ, আসাদুর রহমান আসাদ, এস এম আজাদ হোসেন, ফিরোজ আলম মিলন, অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, জহিরুল ইসলাম মিশু, সৈয়দ একরামুল হক, নাহিদুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, আবু বক্কর সিদ্দিকী রাব্বি, মোহাম্মদ মহসিন খান, নাহিদ মিয়া, নাসিম রুমি, ড. হরিপদ রায়, এ কে আজাদ, রিয়াজ উদ্দিন রিয়াজ, কামাল হোসেন খান, সেকেন্দার আলম রিন্টু, নুরুল হুদা, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট দীপক কুমার সরকার, লিটন রহমান, মো. রোকনুজ্জামান রোকন।

নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব সাদেক হোসেন বাবুল পদাধিকার বলে দিকনির্দেশনা দেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫, সেপ্টেম্বর ০৩, ২০২২
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।