ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ!

ঢাকা: রাজধানী উত্তরায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ। হিজড়া সেজে তারা চাঁদাবাজি করতো।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার সোয়া ৬টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এর আগে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার ছদ্মবেশী হিজড়ারা হলেন মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

*** চাঁদার জন্য বাসে তাণ্ডব, ৪ হিজড়া গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।