ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
ফরিদপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ আটক ২ জব্দকৃত গাঁজা, টাকা ও মোবাইলফোন

ফরিদপুর: ফরিদপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা সদরের ধুলদী বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়।  

আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫২) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের মো. ফারুক পেদার ছেলে মো. রাহাত পেদা (২৬)।  

কমান্ডার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধুলদি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। সে সময় সাড়ে ১৬ কেজি গাঁজাসহ ওই দুইজন মাদককারবারিকে আটক করা হয়। তাদের কাছে থেকে দুইটি মোবাইলফোন ও দুইটি সিম জব্দও করা হয়।  

তিনি আরও বলেন, জব্দ মাদক ও অন্যান্য আলামতসহ আটক আসামি দু’জনের নামে জেলার কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।