ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউনখাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউনখাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী টাউনখাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের টানবাজার পয়েন্টে অভিযান চালিয়ে খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।  

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল বলেন, টাউনখালের দুই পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযান শেষে আমাদের উন্নয়নমূলক কাজ শুরু হবে। টাউনখালকে আগের রূপে ফিরিয়ে আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।