ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮৭ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে এসব সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করেন।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মণ্ডল।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।