ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

১২ ঘণ্টা পর ইছামতি নদীতে মিলল শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
১২ ঘণ্টা পর ইছামতি নদীতে মিলল শিশুর মরদেহ  প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইছামতি নদীতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর নীরব (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের খেয়াঘাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নীরব একডালা দক্ষিণপাড়া গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।  

কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  সন্ধ্যায় একডালা এলাকায় ইছামতী  নদীর খেয়াঘাটে পরিত্যক্ত একটি নৌকায় খেলছিল নীরব। এ সময় পাশেই বাঁশের সাঁকোর সঙ্গে নৌকার ধাক্কা লাগলে লোকজনের অলক্ষ্যে সে নদীতে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু শিশুটির সন্ধান না পাওয়ায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।