ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যায় মিলল নিখোঁজ যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
শীতলক্ষ্যায় মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরঘাট থেকে মৃদুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মৃদুল নলুয়াপাড়া এলাকার এবাদুল্লাহের ছেলে।

পরিবারের দাবি, দু’দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ দেখে শনাক্ত করেন তারা।  

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, মরদেহ পরিবার নিয়ে গেছে। নৌপুলিশ আছে ঘটনাস্থলে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।