ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরের মতো ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
গাজীপুরের মতো ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে: আইজিপি

ঢাকা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারিরীক অবস্থা কিছুটা ভালোর দিকে- এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আশংকামুক্ত না হওয়ায় তাদেরকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা দগ্ধদের খোঁজখবর নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এসময় আইজিপি বলেন, বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এধরনের ঘটনা এড়াতে সবাইকে সর্বাত্মক সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা দগ্ধদের খোঁজখবর নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

আইজিপি বলেন, বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এধরনের ঘটনা এড়াতে সবাইকে সর্বাত্মক সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি, সেও আগের চাইতে ভালো বোধ করছেন। তাদের দু’জনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই, এটি কখনো ঘোষণা দিয়ে আসে না। রনির সঙ্গে কথা বলে তার কাছ থেকেও শুনতে পেরেছি, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। সেই ঘটনার ৫ মিনিট আগে আমাদের সামনেই ছিল বেলুনগুলো। সেখানেও এটি ঘটতে পারতো। তবে এসব দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। গাজীপুরের পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কিছু করার থাকলে আমরা অবশ্যই তা করব।

এ সময় দগ্ধদের চিকিৎসায় সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ প্রধান।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।