ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ইজিবাইকের ধক্কায় বৃদ্ধার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
পাথরঘাটায় ইজিবাইকের ধক্কায় বৃদ্ধার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় পেছন দিক থেকে ইজিবাইক ধাক্কা দেওয়ায় আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় পাথরঘাটা-কাকচিড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আছিয়া বেগম ওই এলাকায় ইয়াকুব আলীর স্ত্রী।

নিহতে ছেলে মো. হারুন অর রশিদ বলেন, বাড়ি থেকে আমার মা পাথরঘাটার উদ্দেশে আসার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আছিয়া বেগমকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল হাসান বলেন, রোগী আসার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু নিশ্চত হই।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা লিমা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।