ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিয়ানমার থেকে আসা ২২ ট্রাক গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
মিয়ানমার থেকে আসা ২২ ট্রাক গরু আটক

বান্দরবান: বান্দরবানের আলীকদমে ২২টি ট্রাকে আসা ১১৮টি গরু ও মহিষ আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো মিয়ানমার থেকে পাচার হয়ে এসেছে।

 

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৫৭ ব্যাটালিয়নের অভিযানে আলীকদমের কানা মেম্বার ঘাট থেকে গবাদি পশুগুলো আটক করা হয়। পরে সেগুলো ৫৭ বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।  

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক গবাদি পশুর মধ্যে বেশ কয়েকটি মহিষও রয়েছে। পশুগুলো মিয়ানমার থেকে আনা হয়েছে কিনা তা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

তিনি আরও জানান, মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির সহযোগিতায় গরুগুলো আটক করা হয়েছে। বর্তমানে গরুগুলো আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ            

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।