ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নাইম নামে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামে এ ঘটনা ঘটে।

নাইম ওই গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির উঠানে বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায় নাইম। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্দেহ হলে পুকুরে নেমে খোঁজা শুরু হলে নাইমের মরদেহ পাওয়া যায়।

বাকলজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলু রহমান বাংলানিউজকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি শোনা মাত্রই মৃতের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি।  

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।