ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাঁতরে তিস্তা নদী পারের সময় ডুবে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
সাঁতরে তিস্তা নদী পারের সময় ডুবে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সাঁতরে তিস্তা নদী পার হওয়ার সময় ডুবে মোহাম্মদ আলী কিনু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাদারীপাড়া গ্রাম অংশে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃত আলী ওই গ্রামের বাসিন্দা।

হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজহারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে তিস্তার নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য চারা নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান আলী। পরে স্থানীয়দের সহযোগিতায় নদীতে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে তিস্তা নদীতে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।