ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে ২৫ ভরি সোনার গহনাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
ঝিনাইদহে ২৫ ভরি সোনার গহনাসহ নারী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার লক্ষীপুর বিদ্যালয়ের সামনে থেকে মুক্তি খাতুন (৩৫) নামে এক নারীকে ২৫ ভরি সোনার গহনাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মুক্তা খাতুন কুমিল্লা জেলার চৌদ্দ গ্রামে মিদজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। এ সময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুনকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগে থাকা ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। গহনাগুলোর আনুমানিক মুল্য ২০ লাখ টাকা।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শাহীন উদ্দিন বাংলানিউজকে জানান, মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।