ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
ফরিদপুরে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবক আটক

ফরিদপুর: ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চেয়ে টাকা দাবি করেন আহসান। নিজেকে তিনি সিআইডি পুলিশ দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।