ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মায় জেলের জালে ৩৮ কেজির বাঘাইর ৫১ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
পদ্মায় জেলের জালে ৩৮ কেজির বাঘাইর ৫১ হাজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।  

মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩শ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ছয় নম্বর ফেরি ঘাটের অদূরে আক্কাস হালদারের বড় ফাসন জালে মাছটি ধরা পড়ে।

বাঘাইরটি ফেরিঘাট এলাকায় আড়তদার বাবু সরদারের ঘরে নিয়ে এলে বিশাল আকারের ওই মাছটিকে এক নজর দেখতে অনেকেই ভিড় করেন। এ সময় মোবাইল ফোনে অনেকে মাছের ছবি তোলেন।

বাঘাইরটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন। পরে বাঘাইরটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।  

দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান বলেন, ৩৮ কেজি ওজনের বাঘাইরটি বিভিন্ন জায়গায় মোবাইলফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। রাজবাড়ীর পদ্মা নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।