ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নতুন স্কুলব্যাগ ও ছাতা পেল সেই জুনাইদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
নতুন স্কুলব্যাগ ও ছাতা পেল সেই জুনাইদ নতুন ব্যাগ ও ছাতা নিচ্ছে জুনাইদ।

রাজশাহী: অবশেষে নতুন স্কুলব্যাগ ও ছাতা পেয়েছে ছোট্ট জুনাইদ সিদ্দিক। এছাড়াও তাকে প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।



‘মিনা দিবস’ উপলক্ষে তাকে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে ডেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, তার ব্যক্তিগত উদ্যোগে শিশু জুনাইদের হাতে এ উপহার সামগ্রীর তুলে দেওয়া হয়। ভবিষ্যতে তার মতো আর কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে জানান।  

এছাড়া তার উপবৃত্তির টাকা দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেবেন বলে জুনাইদকে আশ্বস্ত করা হয়েছে বলে জানান ওই ইউএনও।  

এদিকে নতুন স্কুলব্যাগ, ছাতা ও বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে ভীষণ খুশি জুনাইদ।

আরও পড়ুন>> উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আলোচনায় শিশু

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।