ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় জাপান-ডব্লিউএফপি’র ৪.৩ মিলিয়ন ডলারের চুক্তি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
রোহিঙ্গাদের সহায়তায় জাপান-ডব্লিউএফপি’র ৪.৩ মিলিয়ন ডলারের চুক্তি

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মধ্যে ৪ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এ চুক্তি সই হয়।

চুক্তি অনুসারে রোহিঙ্গাদের জন্য ভাসানচরে খাদ্য ও কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের কৃষি অবকাঠামোতে সহায়তা দেওয়া হবে।

ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ই-ভাউচার সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে এর মাধ্যমে কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়ের জন্য সেচ ব্যবস্থা, খাল খনন এবং নতুন রাস্তার মতো কৃষি অবকাঠামোর উন্নয়নে আরও সাহায্য করবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ডব্লিউএফপি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি এই চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সময়: ২০৩২ সেপ্টেম্বর ২৬, ২০২২
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।