ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিদর্শক পদে ৮১ জনের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
পরিদর্শক পদে ৮১ জনের পদোন্নতি

ঢাকা: পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৮১ উপ-পরিদর্শক (এসআই)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি ড. বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের 'জনগণের পুলিশ' বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পরিদর্শক (নিরস্ত্র) পদে ৫৫ জন, পরিদর্শক (সশস্ত্র) পদে ১৪ জন এবং পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ১২ জনসহ সর্বমোট ৮১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad