ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
গোপালগঞ্জে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের মরা মধুমতি লেকে এ বাইচ অনুষ্ঠিত হয়।

 

ডিঙি বাইচটি লেকের যুগশিখা স্কুল পয়েন্ট থেকে শুরু করে পৌর পার্ক ঘাটে এসে শেষ হয়। এ বাইচে অন্তত ২০টি ডিঙ্গি নৌকা অংশ নেয়।

লেকের দুই পাড়ে দাঁড়িয়ে অসংখ্য উৎচ্ছুক জনতা এ বাইচ উপভোগ করেন। বাইচের আগে ডিঙি নৌকাগুলো রংবেরঙের বেলুন দিয়ে সাজানো হয়। আর বাঁশি বাজিয়ে বাদ্যের তালে তালে চলে বাইচ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার মো. মোহসীন উদ্দিনসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি নৌকায় ঘুরে বাইচ উপভোগ করেন।

শহরের নবীনবাগ এলাকার মুন্সি হুসাইন আহমেদ বলেন, অনেক বছর পরে এখানে বাইচ দেখতে পেলাম। একটা সুন্দর বিকেল উপভোগ করলাম। আগামী এ লেক কেন্দ্রিক বিভিন্ন আয়োজন করা হলে জেলাবাসী উপভোগ করতে পারবেন।

জেলা শহরের বাজার রোড এলাকার বাদল সাহা বলেন, ডিঙি বাইচ তো সচরাচর দেখা যায় না। জেলা প্রশাসন এমন একটি বাইচের আয়োজন করায় ভালো লাগেছে। মাঝে মাঝে এমন আয়োজন করলে শহরবাসী উপভোগ করতে পারবে।  

পরে বাইচে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ ডিঙি নৌকা বাইচের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।