ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

অন্যের পরীক্ষা দিতে এসে ১ বছরের জন্য জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
অন্যের পরীক্ষা দিতে এসে ১ বছরের জন্য জেল

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় অন্যের এসএসসি পরীক্ষা দিতে এসে জেল হয়েছে মো. পিকুল শেখ (১৮) নামে এক কলেজ ছাত্রের। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মহম্মদপুর সদরের সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টা থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সদরের বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. আবু ওবাইদার হয়ে পরীক্ষায় বসেন পিকুল শেখ। ঘটনাটি টের পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার পিকুল মহম্মদপুর উপজেলা সদরের বাঔজানি গ্রামের লুৎফর শেখের (মৃত) ছেলে। পরীক্ষা শুরু হলে কক্ষ পরিদর্শক শামীম আহমেদ তাকে সন্দেহ করেন। পরে তাকে কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে অভিযোগ প্রমাণিত হলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে কেন্দ্র সূত্রে জানা যায়।

পিকুলর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সালের ৩ এর খ ধারায় অভিযোগ দায়ের করেন মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেন তিনি।

জানা গেছে, পিকুল মহম্মদপুর উপজেলা সদরের বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। যার পরীক্ষা দিতে বসেছিলেন তিনি, সেই আবু ওবাইদা পালিয়ে গেছে। ওবাইদা সদরের তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব ও সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক কলেজছাত্রের উত্তরপত্র বাতিল করা হয়েছে।

মহম্মদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো বলেন, এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধ প্রমাণিত হয়েছে পিকলুর বিরুদ্ধে। এ জন্য তাকে দণ্ড দেওয়া হয়েছে।

মহম্মদপৃর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে পিকলুর ১ বছরের জেল হয়েছে। তাকে মাগুরার জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।