ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

ভোলা: ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এছাড়া ইউসুফ রাঢী নামে আরও এক জেলে আহত হন।

শনিবার (০১ অক্টোবর) ভোরে ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে ঘটে এ দুর্ঘটনা।

নিখোঁজ কামাল পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।

ইলিশা পুলিশ তদন্ত কেন্ত্রের ইনচার্জ মো. আজম বলেন, শনিবার ভোরের দিকে জেলেরা নদীতে মাছ শিকার করছিল। এ সময় একটি যাত্রীবাহি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ ও অপর একজন আহত হন। নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ-পুলিশের একটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।