ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হলমার্কের নিরাপত্তা কর্মীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
হলমার্কের নিরাপত্তা কর্মীকে হত্যা হলমার্ক গ্রুপের কারখানার সামনে উৎসুক জনতা

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের একটি কারখানার নিরাপত্তার দ্বয়িত্বে থাকা মো. রয়েল সরকারকে (৪৫) হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রেখে গেছে দুষ্কৃতিরা।

রোববার (০২ অক্টোবর) ভোরে কারখানারটির ভেতরের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যার শিকার মো. রয়েল সরকার কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে৷

সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বাংলানিউজকে জানান, ভোর রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মাথায় জোরালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এছাড়া মুখে গামছা পেঁচানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাশ খেলা নিয়ে বাকবিতণ্ডার কারণে রাতে তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।