ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩.৪৮০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়।

কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি  ৫০ লাখ টাকা।

পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।