ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আটক ৩

ঢাকা: চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়।

আটকরা হলেন- চক্রের মূলহোতা সোহেল গাজী (৩০), মাহাবুব তালুকদার (২৬) ও মো. শামীম (৩০)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, অটোরিকশা চুরি চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্যারেজ থেকে অটোরিকশা চুরি করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।