ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলা পরিষদ নির্বাচন

ফরিদপুরে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
ফরিদপুরে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন

ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। তিনি ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) শাহাদাৎ হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।

এ নির্বাচনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন। তিনি ভোট পেয়েছেন ৫৪০টি।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোট চলে। এতে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮১ জন। ভোট কাস্ট হয় এক হাজর ১৬৭টি। আর ভোটে চেয়ারম্যান পদে লড়েন তিনজন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন।

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার জানান, নির্বাচনকে ঘিরে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জুডিসিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে। নির্বাচন নিয়ে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।