ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে গ্রেফতার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মেহেরপুরে গ্রেফতার ১১ গ্রেফতার ১১ জন

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্তসহ ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (১৯ অক্টোবর) দিনগত রাতের বিভিন্ন সময়ে জেলার তিন থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারদের মধ্যে গাংনী থানায় সিআর মামলায় দু’জন, মেহেরপুর সদর থানায় জিআর মামলায় দু’জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে সাতজন গ্রেফতার হয়েছে।

মুজিবনগর থানা পুলিশের গ্রেফতার সাতজনের মধ্যে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় এক, চুরির অভিযোগে নিয়মিত মামলায় দুই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ও জুয়া আইনে তিনজন আসামি রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি রফিকুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের বিভিন্ন টিম আসামি গ্রেফতার অভিযানে অংশ নেন।

গ্রেফতারদের বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্র নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।