ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাগুরায় দেড় কেজি গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
মাগুরায় দেড় কেজি গাঁজাসহ যুবক আটক

মাগুরা: মাগুরা সদর উপজেলার রায়গ্রাম থেকে দেড় কেজি (১৫০০ গ্রাম) গাঁজাসহ মো. মেহেদি হাসান রাব্বি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শনিবার (২২ অক্টোবর) রাতে রায়গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মেহেদি ওই গ্রামের মো. হুমায়ন কবিরের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিতিত্তে রায়গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির উঠান থেকে মেহেদিকে একটি ব্যাগসহ আটক করা হয়। সে সময় তার কাছে থাকা ব্যাগটি থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে তার নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।