ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে নদীতে ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
চরফ্যাশনে নদীতে ডুবে জেলের মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ডুবে আওলাদ হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু  হয়েছে।  

বুধবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে।

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আ. রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, সকাল ৬টার দিকে ওই জেলে ঝাঁকি জাল দিয়ে মায়া নদীতে মাছ শিকার করছিলেন আওলাদ। এ সময় প্রবল স্রোতে নদীতে ডুবে যান তিনি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।