ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি যাদুঘর নির্মাণে মন্ত্রীর আশ্বাস

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

কুমিল্লা: শহরের ঝাউতলায় ভাষাসৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি যাদুঘর নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

শনিবার বিকেলে ঝাউতলায় প্রয়াত ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান মন্ত্রী।

এ সময় ধীরেন্দ্রনাথ দত্তের হাতে লাগানো নারকেল গাছের ডাব দিয়ে মন্ত্রীকে আপ্যায়ন করেন তার পরিবারের সদস্যরা।

পরে কুমিল্লাবাসীর পক্ষ থেকে বাড়িটিকে ধীরেন্দ্র নাথ স্মৃতি যাদুঘর হিসাবে নির্মাণের দাবি জানানো হলে তাতে সায় দিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই যাদুঘর নির্মাণের কাজ শুরু হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান কেন্দ্রীয় গণপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন ধীরেন্দ্র নাথ দত্ত। বাংলা ভাষা আন্দোলনের এ পুরোধা পুরুষকে ১৯৭১ সালে হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।