ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলুয়ার হাওরে বিকেলে ডাকাতি, ধাওয়া করে সন্ধ্যায় আটক ৫ ডাকাত

মাসুম হেলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

সুনামগঞ্জ:  জেলার দিরাই উপজেলায় শনিবার বিকেলে মাছবোঝাই নৌকা ডাকাতি করে নিয়ে যায় একদল ডাকাত। কিন্তু বিধি বাম! ডাকাতদের পিছু ধাওয়া করে সন্ধ্যা নাগাদ পাঁচ ডাকাতকে আটক করেছে গ্রামবাসী।


ধৃত পাঁচ ডাকাতকে দিরাই থানাপুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

আটক হওয়া দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে। তারা হলো দিরাই উপজেলার নাছনি গ্রামের মোহন ও ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আবু সালেহ।
 
গ্রামবাসী জানান, শনিবার বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলার ভোরাখালি গ্রাম সংলগ্ন নলুয়ার হাওরে ডাকাতরা  মাছবোঝাই একটি নৌকা নিয়ে যায়।

বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে কয়েক গ্রামের মানুষ ইঞ্জিন নৌকার সাহায্যে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতদল রায়বাঙালি গ্রামে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রায়বাঙালি গ্রামের মানুষের সহায়তায় পাশ্ববর্তী আটকুড়িয়া গ্রামে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে পাঁচ ডাকাতকে ধরা সম্ভব হয়।

দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নান্টু বাংলানিউজকে জানান, ‘ঘটনাস্থলে যাওয়ার পর গ্রামবাসী পাঁচ ডাকাতকে তাদের হাতে তুলে দেয়। ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতি করা মালামাল উদ্ধার  এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।