ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবল উপজেলার যশপাল নামক স্থানে শনিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক সাদেক মিয়া (২৫) ও এক অজ্ঞাত পরিচয় যাত্রী (৩০) নিহত হয়েছেন।

আরও এক অজ্ঞাত পরিচয় নারীকে (২৮) আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।



এ ঘটনায় স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১১-৩৮৪৭) বাহুবলগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে (হবিগঞ্জ-থ-১১-০৫৪৭) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহত সাদেক মিয়া বাহুবল উপজেলার কামারগাঁও গ্রামের আকবর আলীর পুত্র।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ