ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় আইনজীবী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

খুলনা : খুলনার আইনজীবী ও আওয়ামীগ লীগ নেতা অ্যাডভোকেট শেখ গোলাম নবীকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অ্যাডভোকেট গোলাম নবী খুলনা জজ কোর্টের এপিপি, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত পৌনে আটটার দিকে গোলাম নবী ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে। তার মাথায় গুলি লাগে। এ অবস্থায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলতলা থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী আবু দাউদ ঘটনাস্থল পরিদর্শন করে গোলাম নবীর স্ত্রীর সঙ্গে দেখা করে এ ঘটনায় দায়ী সন্ত্রাসীদের বিচারের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে সন্দেহ বা গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময় : ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।