ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানমন্ত্রীর এভাবে চিঠি দেওয়া উচিত হয়নি : ইঞ্জিনিয়ার মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

ঢাকা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিমানমন্ত্রীর এভাবে চিঠি দেওয়া উচিত হয়নি। ওনার (মন্ত্রী) সঙ্গে আমার সম্পর্ক খারাপ নয়।

ওনার কোনো কিছু খারাপ লাগলে কিংবা পছন্দ না হলে সরাসরি আমাকে বলতে পারতেন। কিন্তু এভাবে চিঠি চালাচালি ভালো নয়। ’  

 বিমানমন্ত্রীর চিঠি পাঠানো প্রসঙ্গে শনিবার রাতে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলানিউজকে এ কথা বলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চিঠি পাঠান। মন্ত্রী ওই চিঠিতে কিছুদিন ধরে তাকে নিয়ে সংসদীয় কমিটির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠি হাতে না পেয়ে এ সম্পর্কে কিছু বলবো না। ’

বাংলাদেশ সময় ২৩২৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।