ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ার দুপচাঁচিয়ায় এক ব্যক্তিকে জবাই

টিএম মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামে শনিবার রাত ৮ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তোজাম্মেল হোসেন তবিবর (৬২) নামের এক ব্যক্তিকে জবাই করেছে দূর্বৃত্তরা।

ঘটনার সত্যতা স্বীকার করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শনিবার রাত ৮ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার শিয়ালা ও শ্রীপুর গ্রামের মাঝামাঝি স্থানে তোজাম্মেল হোসেন তবিবর নামের এক কৃষককে জবাই অবস্থায় পাওয়া গেছে।



তিনি বলেন, স্থানীয় একটি মসজিদ ভাঙ্গার ঘটনায় কিছুদিন পূর্বে ১৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছিল নিহতের লোকজন। ঐ ঘটনায় আসামিরা জেল হাজতে থাকায় ওই পক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত একটার দিকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৫৪০ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।