ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে রোববার ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত মালবাহী ওয়াগানটি সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে স্বাভাবিক হয়েছে জেলার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ।



চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, আমনুরা রেলওয়ে জংশন থেকে মেকানিক্যাল বিভাগের কর্মীরা এসে লাইনচ্যুত ওয়াগানটিকে উদ্ধার করলে বেলা সাড়ে ১১টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

জরাজীর্ণ রেলপথ ও ভাঙাচোরা স্লিপারের কারণে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন স্টেশন মাস্টার।

এদিকে, রেল যোগাযোগ স্বভাবিক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়া সিরাজগঞ্জগামী মেইল ট্রেনটি পর ৪ ঘণ্টা বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায়।

উল্লেখ্য, ভোর ৫টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের এক কিলোমিটার দূরে বিদিরপুর-মিলকী এলাকায় খুলনাগামী ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী ওয়াগান লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।